পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূক্তিবিনোদ চরিত 88 বাহিরেতে ভাব ভঙ্গী কত সদাচার । মায়ার নফর তারা করে অনাচার ॥ সেই সব জন হয় গৌরাঙ্গবিরোধী । গৌর শিক্ষা নাহি মানে বড় অপরাধী । মহাজন শিক্ষা তারা সদা কথা কয় । কিন্তু নিজে কৰ্ত্ত হ’য়ে কৰ্ত্ত ভুলে রয় ॥ সদাই অশুদ্ধ অর্থ করে নিজ মতে । সোজাপথে নাহি চলে কামমত্ত তাতে । সে জন কামুক হয় রসিক কেমনে । তেলে জলে মিশেনাকে মিশালে যেমনে ॥ শুদ্ধ ভক্তি কর ভাই অসৎসঙ্গ ত্যজি । বৈষ্ণবের পদাগ্রয়ে ভক্তিরসে মজি । ভকতিবিনোদ পদে শরণ লইয়া । শুদ্ধ ভক্তি লভ ভাই বৈষ্ণব হইয়া ৷ ভকতিবিনোদ পদ কৃষ্ণদাস আশ । অগতির গতি উহা উহাই ভরসা । ইতি তৃতীয় পরিচ্ছেদ সমাপ্ত।