পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

•/م নিৰ্ম্মল, নিষ্কপট "অন্যাভিলাষিত। শূন্তং জ্ঞানকৰ্ম্মাদ্যনাবৃতং* অবস্থায় থাকিয় আপনাকে বৈষ্ণবী প্রতিষ্ঠায় উন্মত্ত করেন নাই এবং ভক্তিবিনোদ ঠাকুরের পদাশ্রিত থাকিয়া কখনও কপট ও অসৎ বৃত্তি দ্বারা প্রণোদিত হইয়া গেরুয়াবসন ধারণরূপ মায়াবাদ সংশ্লিষ্ট আচার শ্ৰীল ভক্তিবিনোদ ঠাকুরের শিক্ষা ও অমুষ্ঠানের বিরুদ্ধে গ্রহণ করিবার জন্য অনুমোদন করেন নাই । তাহার শরীর সধ্বদাই স্বভাবস্থলভ সরলতায় পূর্ণ থাকিত । বহুশিষ্য ও যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হঞ্যা" বাক্যের বিকৃত অর্থ করতঃ যুক্তবৈরাগ্যের ভানে বহু অর্থ যেনতেন প্রকারেন সংগ্ৰহ করিয়া ভগবানের দোহাই দিয়া নিজ ইন্দ্রিয় বৃত্তি ও ভোগ লালস পরিতৃপ্তি করিবার জন্য কোন দিনই ইচ্ছা করেন নাই। পূৰ্ব্বাশ্রমের পিতৃকুলের বিষয় সম্পত্তি নিজের ভ্রাতা ও ভ্রাতুপুত্রদিগকে ফাকি দিয়া অথবা বলপ্রয়োগে সংগ্ৰহ করিয়া ভক্তি প্রচার হইতেছে বলিয়া যথেচ্ছাচার চেষ্টা তাহার জীবনে কখন পরিলক্ষিত হয় নাই । নিজের দেহ ও মনকে দীন হীন বৈষ্ণবের ন্যায় রক্ষা করিয়া অক্লাস্ত ভাবে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের সেবা বিশুদ্ধ ভাবে করিয়া প্রকৃত বৈষ্ণবোচিত ভজনে সৰ্ব্বদা নিযুক্ত ছিলেন । শ্ৰীল ভক্তিবিনোদ ঠাকুর পক্ষাস্তরে তাহাকে যথেষ্ট কৃপা করিয়াছিলেন এবং ধৰ্ম্মধ্বজী অসদাচারীদিগের সহিত তাহাকে কখনই মিলিতে দেন নাই এবং সৰ্ব্বদাই নিজের নিকট রাখিতেন। র্তাহার সরলতাই তাহার সহিত আমার সৌহার্দের