পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6 Y SAAAAAA AAAA AAAAMMAMA AMM MAMMM ভকতের তেজ তারা কিছুই না জানে । ছলধৰ্ম্মে ছদ্মবেশে আপনাকে আনে । তাহাতে পুড়িয়া মরে জ্বলিয়া জ্বলিয়া । যমদণ্ড তাহাদের রাখে আগুলিয়া ৷ সে সকল জনে ঘোর বিপদ জানিবে। মায়ার পিশাচী তারে কভু না ছাড়িবে ॥ তাহার। চিস্তয়ে মনে বড়ই চতুর। ফাকি দিয়া ভগবানে হবে না ফতুর। জড়মীয় তাহাদের ভগবান হয় । সেই মায়াজালে পড়ে মৃত প্রায় রয় ॥ তোমার সে উপদেশ যদি তারা লয়। অচিরে উদ্ধার হবে নিশ্চয় নিশ্চয়। শ্ৰীগৌরাঙ্গ নিত্যানন্দ এই বঙ্গদেশে। হরিনামে উদ্ধারিল সবে অবশেষে । এ কথা যদি না জানে দিম যবে রয়। তবেত ভুগিবে তাতে অন্তে কিছু নয় ॥ এখনো আছেত দিন মনে নিষ্ঠা করি । যদি জীব পড়ে তব চরণ উপরি ॥ তবেত কল্যাণ তার ইথে নাহি আন । ভক্তিপথ ধরিলেত যাবে যথা স্থান। নচেৎ ভ্ৰমিবে ভাই অরণ্য ভিতরে । আগ নাই শেষ নাই শূন্ত পথ ধ’রে ।