পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●9 ভক্তিবিনোদ চরিত গোরার আচার আর গোরার চরিত। সদাই রাখিবে মনে যদি চাহ হিত ॥ লোক চক্ষে গোরা ভজা চিহ্ন নাহিধর । গোপনেতে অত্যাচার কিছু নাহি কর ॥ বহু অঙ্গ আছে ভাই ভজন সাধনে । অপরাধ শূন্ত হয়ে থাকহ আপনে ॥ যদি ভাই কর তুমি কৃষ্ণ নামাখ্রয়। জানিবেক সৰ্ব্বাপেক্ষ তাঁহা শ্রেয় হয় ৷ কৃষ্ণ নামাগ্রয়ে শুদ্ধ করহ জীবন ৷ বহু অঙ্গ সাধনে ভাই নাই প্রয়োজন ৷ ভকতিবিনোদ মোর দয়াল ঠাকুর । দয়া করি দিয়াছেন সে নাম মধুর। শ্রদ্ধয়া হেলয়া নাম রটস্তি মম জস্তবঃ । তেষাং নাম সদা পার্থ বৰ্ত্ততে হৃদয়ে মম । ন নাম সদৃশং জ্ঞানং ন নাম সদৃশংব্রতং ন নাম সদৃশং ধ্যানং ন নাম সদৃশং ফলং ॥ ন নাম সদৃশস্ত্যাগে ন নাম সদৃশ শমঃ । ন নাম সদৃশং পুণ্যং ন নাম সদৃশী গতিঃ ॥ নামৈব পরমামুক্তি নামৈব পরমাগতিঃ । মামৈব পরম শাস্তি নামৈব পরমাস্থিতিঃ ॥ নামৈব পরম ভক্তি নামৈব পরমামতিঃ । নামৈব পরমাপ্রতি নামৈব পরমান্মুতিঃ ।।