পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিবিনোদ চরিত 載し。 সকল কৌশল যাহ। মনুষ্য অধীন। তাহার ব্যবস্থা যত হয় সমীচীন ॥ তাহা সব হইয়াছে বলি জানাইল । আর কি উপায় আছে তারে জিজ্ঞাসিল ॥ আবার বলিল তারে রাজ্য রক্ষা তরে । ইচ্ছা আছে কলিকাতা রাখে বদ্ধ করে। একথা শুনিয়া মোর দয়াল ঠাকুর। ভকতিবিনোদ প্রভু বলে সুমধুর ॥ কড়াকড়ি যত কর কিছু নাহি হবে। কৃষ্ণু ইচ্ছা ব্যতিরেকে কিছু না সম্ভবে। মনুষ্যের কার্য্য নহে করিতে বিধান । ঈশ্বরের ইচ্ছামাত্র হবে সমাধান ॥ কলিকাতা বদ্ধ করা কিছু কাৰ্য্য নহে। সবে মাত্র অপযশ আনায়ন তাহে । হরিনাম করিবারে অনুমতি দাও । নাম প্রচারেতে বাদ কভু নাহি হও । কলিকাত মহাস্থল বহু জনাকীর্ণ ॥ গৃহাদি বাগিছ৷ রাস্তা তাহাতে বিস্তীর্ণ। হরিধ্বনি সৰ্ব্বস্থানে যদি হয় তবে । অবশু পালাবে প্লেগ সে স্থানে না রবে। সকল কল্যাণ মূল হরিনাম হয়। হরিনাম বিস্তারিলে কিছু নাহি ভয় ॥