পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●茨 ভক্তিবিনোদ চরিত জীবের উদ্ধার সহ দেশ শুদ্ধ হবে। ঈশ্বরেতে মতি হবে আনন্দেতে রবে ॥ এতশুনি ছোটলাট চিন্তিল অস্তরে । সাধু বাক্য সত্য কথা আছয়ে ভিতরে। যত কিছু মনে ছিল সব উলটিল। হরিনাম প্রচারের বাদ না সাধিল । বড় বড় মহারথী তবে ডাকি নিল । হরিনাম করিবারে নিভৃতে বলিল ॥ শত শত দল তবে প্রস্তুত হইল । হরি নাম মহামন্ত্র সহরে জাগিল ॥ শিশির ও মতিলাল নিশান ধরিল । গৌরাঙ্গ নিতাই ভাবে মাতিয়া উঠিল । মহামারি হরিনাম শ্রবণ করিয়া । স্বধামে চলিয়া গেল উদ্ধার হইয়া ॥ দেশ তাহে রক্ষা পেল হরিনাম বলে । কত মূঢ় জন তাহে সাধু পথে চলে ॥ এই মতে হরিনামে ছাপাইল দেশ । র্যাহার মহিমা গানে নাহি পাই শেষ ॥ পেলেগ কমিল কিন্তু হরিনাম প্রভা । চারিদিকে বিস্তারিয়া পাইলেক শোভা ৷ তার মধ্যে কয় জন উচ্চ হরি নাম। সৰ্ব্বদাই মুখে আনি কাটাইত যাম ॥