পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিবিনোদ চরিত Rae e eA AeAeMAMeeAeAMAAA AAAASA উত্তম কীৰ্ত্তন শিক্ষা করিয়া লইল । কীৰ্ত্তনের রোল তারা বজায় রাখিল । কিন্তু তারা শুদ্ধাশুদ্ধ শ্রীনাম মহিমা । তখনও জানে নাই কোথা তার সীমা ৷ সে সকল জন মধ্যে শ্রী চরণদাস। কীৰ্ত্তন করিতে যার মনেতে উল্লাস ॥ উচ্চরবে সংকীৰ্ত্তন শিখে ভাল মতে । যাহাতে মাতাতে পারে জড়ীয় জগতে। যেই নাম মুখে আসে সেই নাম করে। তাতে ও মাতায় দেশ আর সব নরে । তত্ত্বাতত্ত্ব না বুঝিয়া নাম মাত্র কয় । লোকের মনেতে সুখ তাতে উপজয় ॥ লোক সব অজ্ঞ হয় ভিতরে না দেখে । গৌর শিক্ষ। বিরুদ্ধ সে না বুঝিয়। শিখে ॥ কলিকালে মহামন্ত্র তারকব্ৰহ্ম নাম । যাহা হয় এ জগতে সৰ্ব্ব গুণধাম ॥ সেই মহামন্ত্র প্রভু শ্ৰীকৃষ্ণচৈতন্ত । জীব নিস্তারিতে দিল পৃথ্বীকার ধন্ত ॥ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে । হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ৷ প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র। ইহা গিয়া জপ সবে করিয়৷ নিৰ্ব্বন্ধ ॥