পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ჯ»ჯ ভক্তিবিনোদ চরিত ইহ। হইতে সৰ্ব্বসিদ্ধি হইবে সবার। সৰ্ব্বক্ষণ বল ইথে বিধি নাহি আর ॥ এই মহামন্ত্র যারা বিকৃত করিল। প্রভু আজ্ঞ বিরুদ্ধত সে কাৰ্য্য হইল ॥ হরেকৃষ্ণ হরেরাম নিতাইগেীর রাখে শুাম । বলিয়া যে করে নাম তাহে তত্ত্ব ভ্ৰম ॥ না বুঝিয়া না জানিয়া তত্ত্ব ভ্ৰম করি । চালাইল নিজ কথা দেশ গ্রাম ভরি ॥ রাধাকৃষ্ণ তত্ত্ব নহে নিতাই গোরেতে । সম্পূর্ণ অশুদ্ধ তত্ত্ব জানহ মনেতে। হরে কৃষ্ণ হরে রাম আর রাধাশ্র্যামে । তত্ত্ব ঠিক আছে ভাই শ্রদ্ধ কর নামে ॥ গোপাল গুরুর কৃত সিদ্ধান্ত যে বাক্য । মান তাহ শুদ্ধভক্তি নিষ্ঠ করি ঐক্য। “চিদৃঘন আনন্দরূপ শ্ৰীভগবান । নাম রূপে অবতার এইত প্রমান ॥ অবিদ্যাহরণ কাৰ্য্য হৈতে নাম হরি । এতএব হরে কৃষ্ণ নামে যায় তরি । কৃষ্ণাহলাদস্বরূপিনী শ্রীরাধা আমার । কৃষ্ণমন হরে তাই হর নাম তার । রাধাকৃষ্ণ শব্দে শ্ৰীসচ্চিদানন্দরূপ। হরে কৃষ্ণ শব্দে রাধাকৃষ্ণের স্বরূপ ৷