পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

lノe দিয়া গিয়াছেন তাহাই আমার প্রতি ঠাকুরের অমূল্য দান এবং আজিও তিনি নিত্যলীলায় প্রবিষ্ট হইলেও মদীয় পূজনীয় মাতাঠাকুরাণীর অজ্ঞায় ও অসীম রুপায় অমুকম্পান্বিত হইয়া ঠাকুরের যাবতীয় নিত্য সেবায় রত থাকিতে সমর্থ হইব । বাবাজী মহাশয়ের সেই ভক্তি জগতের স্নেহপূর্ণ বাক্য গুলি সৰ্ব্বদাই আমার মনে জাগরিত হয় এবং আমি যাহাতে উঠা অবিচলিত ভাবে পালন করিতে পারি তজ্জন্য বদ্ধপরিকর হই । ক্রমে তিনি সত্যসত্যই চলিয়া গেলেন । ১৯১৫ খৃ: ১•ই আশ্বিন কৃষ্ণ চতুর্থী দিবসে অপরাত্ত্বে স্বীয় পিতা মাতাকে দেহ খানি প্রত্যাপণ করিয়া তাহার গুরুদেবের পাদপদ্মে থাকিয়া নিত্যলীলায় প্রবিষ্ট হন । র্তাহার ইচ্ছাকুযায়ী তদীয় পিতা সন্ন্যাসী ঠাকুর তাহার সমাধি বস্তু আনিয়া আমার নিকট ভক্তিভবনে পৌছিলে উহাও আমি বহু যত্ন পূৰ্ব্বক শ্ৰীল ভক্তিবিনোদ ঠাকুরের সমাধি মন্দিরের পাখে এক কোনে স্থাপন করাই ও তদুপরি বাবাজী মহাশয়ের একান্ত ভক্তপ্রবর শ্ৰীযুক্ত গয়ারাম ঘোষের ও যুক্ত কৃষ্ণকাস্তি দাস বাবাজীর সাহায্যে ঠাকুরের সমাধি মন্দিরের অনুরূপ একটী ক্ষুদ্র মন্দির নির্মাণ করিয়া ঠাকুরের ও বাবাজী মহাশয়ের সেবা মদীয় অগ্রজ ঐযুক্ত দেওয়ান সাহেব কমলাপ্রসাদ দত্ত এম, এ, বি, এল, এফ,আর ইকন, এস,ও এম, আর, এ, এস, মহোদয়ের এক যোগে প্রায় কুড়ি বৎসর ধরিয়া ঐস্বানমস্থখদকুঞ্জে চালাইয়া আসিতেছি। আমাকে তিনি যে সকল পত্র