পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিবিনোদ চরিত নিতাই গোর রাধাশাম একতত্ত্ব নয়। গদাইগেীর রাধাশুমি একতত্ত্ব হয়। অতি সাবধানে তুমি তত্ত্বকে ঘাটিবে। নচেৎ বিপদ হবে একথা জানিবে ॥ শুদ্ধ বৈষ্ণবের কাছে তত্ত্বের বিরোধ। বজ্ৰসম শেল হানে নাহি করে রোধ ॥ বৈষ্ণবের মনে যদি তুমি দাও ব্যথা । তাহলে বিষম ফল, না হবে অন্যথা ॥ তত্ত্বের বিরুদ্ধ বাক্য বৈষ্ণব না শুনে । জলে পুড়ে দুঃখ পায় পশিলে শ্রবণে । সে দুঃখ জ্বালার ফল অবশ্ব ফলিবে । তত্ত্বের বিরুদ্ধবাদী তাহাতে ভুগিবে। জ্ঞানশূন্যে নাহি কর বৈষ্ণব অপরাধ। বৈষ্ণবের সাথে লাগি নাহি কর বাধ ॥ আপনাকে কর যদি বৈষ্ণবাভিমান । তা’হলেও তত্ত্বভ্রম না কর বিধান ॥ এতকথা যদি তবে চরণ শুনিল । বিষম ফাপরে দেখে আপনি পড়িল ॥ ভকতিবিনোদ পায়ে প্রণমি তখন । উঠিলেক ভক্তিভরে শুদ্ধ করি মন ॥ মনে মনে সদা চিন্তি এ সকল কথা । পাইতে লাগিল তবে চিত্তে বহু ব্যথা ॥