পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিবিনোদ চরিত Գe ক্ষিপ্ততা আসিয়া তবে তারে আচ্ছাদিল পাগলের হ্যায় সেই বেড়াতে লাগিল ॥ সেই ভাবে রহি পায় বৈষ্ণব প্রসাদ । শিষ্যগণ নাহি জানে হ’য়ে অবসাদ ॥ এদিকেতে পূৰ্ব্বাশ্রম গৃহিণী তাহার। একান্ত চিত্তেতে ত্যজে আহার বিহার ॥ মায়াপুর যোগপীঠে অনন্ত শরণে । রহিয়া মাগয়ে ভিক্ষী গৌরাঙ্গ চরণে ॥ ছয়মাস সেই ভাবে রহি সেইস্থানে । স্বামীর মঙ্গলাকাঙ্খী ভিন্ন নাহি জানে ॥ এ সকল কথা হয় অযোগ্য কথন । তথাপি বলিতে হয় হ’য়ে সাবধান ॥ গোরেতে নিতায়ে ছহে বিষ্ণুতত্ত্ব হয়। মধুরলীলার কথা তাহাতে না রয় ॥ কানাই বলাই বৃন্দাবনে যেই রূপ। গৌরাঙ্গ নিতায়ে নবদ্বীপে সেই রূপ। শ্ৰীমতীর সহ যবে শ্ৰীকৃষ্ণ মিলন । বলাই রহেন অন্য লীলাতে মগন । তত্ত্বের বিরুদ্ধ কথা জগতে স্থাপিলে। শুদ্ধভক্তি নাশ হয় তাহা বিস্তারিলে ॥ প্রভুর কৃপায় আমি যে বল পেয়েছি। সেই বলে বলীয়ান হ’য়ে বলিতেছি।