পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

לר ভক্তিবিনোদ চরিত পরাণ থাকিতে আমি কেমনে শুনিব । তত্ত্বের বিরুদ্ধ কথা শেল বিদ্ধ হব ॥ ওহে প্রভু দয়াময় দয়া করি মোরে । শক্তি দাও যাতে আমি দাড়াইব জোরে ॥ ভক্তির বিরুদ্ধ বাক্য কানে না শুনিব । ভক্তির বিরুদ্ধ কাৰ্য্য চক্ষে না দেখিব ॥ চারিদিকে ভক্তিশূন্ত হয়েছে এ ধর । দয়া করি তব সাথে লও মোরে ত্বর ॥ যেদিকে ফিরাই অাখি সেই দিকে ভয় । ভক্তির করিয়া ভান করে অপচয় ॥ ইহাতে আমিগো মনে মহাদুঃখ পাই । শরীর রাখিতে মোর কিছু ইচ্ছা নাই ॥ তোমাকে না দেখি মোর পরাণ র্কাদিছে । কোথা যাব কি করিব সদাই ভাবিছে ॥ দয়। মাগি তব পদে আমি মতি হার । কৃষ্ণদাস অতি দীন হয়েছি অধীর ॥ ভকতিবিনোদ পদ কৃষ্ণদাস আশা । অগতির গতি উহ, উহাই ভরসা ॥ ইতি চতুর্থ পরিচ্ছেদ সমাপ্ত । స్రీ