পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিবিনোদ চরিত ԳՀց নিষ্কপটে হরিনাম যদি ভাই করে । সাধুসঙ্গ তাহে মিলে সৰ্ব্ব সিদ্ধি ধরে । সেই হরিনাম গৌর দিল তোমার কাণে । প্রাণভরি গাও নাচ নাহি চাহ আনে ॥ গৌরগত প্রাণ ছয় গোস্বামীর হয়। প্রাণভরি হরিনাম প্রচারে নির্ভয় ॥ শেষেতে থাকিল সেই শ্রীজীব গোস্বামী । গেীরের নিশান ধরে হয়ে অন্তর্যামী ॥ ঐীজীব গোস্বামী যবে অন্তধর্শন হ’ল। বিশ্বনাথ চক্ৰবৰ্ত্তী পণ্ডিত হইল। তিহ বহু শাস্ত্র লিখি খ্রীকৃষ্ণের কথা । বহু যত্নে প্রচারিল তাহা যথাতথ। ॥ শুদ্ধ ভক্তি রহিলেক তার স্থানে মাত্র। ক্রমে অন্ধকার বৃদ্ধি হইল সৰ্ব্বত্র ॥ ছলধৰ্ম্ম অপধৰ্ম্ম উপধৰ্ম্ম সব । ক্রমেতে পাইল স্থান করি কলরব ॥ কলির সে চেলা সব চক্ষু ঢাকি রাখে। মায়াগৰ্ত্তে ঘোরে লোক কিছু নাহি দেখে ॥ বিশ্বনাথ অন্তধর্ণনে কলিজীব যত । মাথা চড়াইয়া স্থাপে নিজ নিজ মত ॥ ঘত কিছু করিলেক শ্ৰীনিবাসাচাৰ্য্য । নরোত্তম শু্যামানন্দ জগতেতে ধার্য্য ॥