পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিবিনোদ চরিত t קור স্ববর্ণবর্ণে হেমাঙ্গে বরাঙ্গশ্চদনাঙ্গদ । সন্ন্যাসকুচ্ছম: শাস্তো নিষ্ঠাশান্তিপরায়ণ । কৃষ্ণবর্ণং ত্বিষাইকৃষ্ণং সাঙ্গোপাঙ্গাস্ত্রপার্ষদং । যজ্ঞৈঃ সঙ্কীৰ্ত্তনপ্রায়ৈৰ্মজস্তি হি স্বমেধস । আপন বিপদ আনি ঘটায় আপন । বুদ্ধি লোপ পেয়ে তারা নাহি শুনে মান ॥ এমত হইল যবে দেশে ছন্নমতি । দামোদরে পাঠাইল নাশিতে দুৰ্গতি । দামোদর পণ্ডিত সে উৎকল নিবাসী । চৈতন্তেতে দৃঢ় ভক্তি হয় ব্ৰজবাসী ৷ চৈতন্তের কৃপা দৃষ্টি ভঁহার উপরে। পূর্ণরূপে রহিয়াছে দেখ স্তরে স্তরে । অপুৰ্ব্ব গ্রন্থের রাজি তিঁহ যা লিখিল । সকল বৈষ্ণব তাহ মস্তকে ধরিল ॥ জয়পুরে গোবিন্দজী অদ্ভূত বিকাশ। জয়পুরাধিপ র্যার রক্ষক ও দাস । র্তাহার সেবকগণ চৈতন্তের ভক্ত । আর কিছু নাহি জানে চৈতন্তামুরক্ত । গোবিন্দ জীউর কথা অতি সমধুর। বৃন্দাবনে ছিল সেবা র্তাহার প্রচুর। স্লেচ্ছগণ যবে সেই বৃন্দাবনে এল । জয়পুরাধিপ তাকে লয়ে পলাইল ।