পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

br〉 ভক্তিবিনোদ চরিত চৈতন্তের উপাসক বৈষ্ণব সকল । গোবিন্দের পূজা করে চৈতন্য সম্বল। গোবিন্দের সেবা ক’রি দিনপাত করে। পাণ্ডিত্যের কথা তারা মনে নাহি ধরে ॥ গণ্ডগোলে লোক যবে বাদ উঠাইল । চারি সম্প্রদায় ছাড়া অন্ত না মানিল । রাজার কাছেতে তারা নালিস করিল। সম্প্রদায়ী শূন্ত লোকে পূজারী হইল। পূজার বলিল তবে বিনয় করিয়া। চৈতন্তের সম্প্রদায় চৈতন্য ধরিয়া ॥ পুরুষানুক্রমে মোরা গোবিন্দ পূজারী। ইহা ছাড়া অন্য কথা বলিতে না পারি ॥ সম্প্রদায় শূন্ত মোরা কোন মতে বল । কৃষ্ণচৈতন্য প্রভুর ভুক্ত মোরাদল ॥ এত যদি কহিলেক পূজারী তখন। রাজার মনেতে হ’ল সন্দেহ পত্তন ॥ বলিলেক রাজাতবে শুনহে পূজারী। বিচার হইবে মোর সভাতে ইহারি ॥ পণ্ডিত আনহ তোমা সম্প্রদায় ভুক্ত । খণ্ডিতে পারিবে যেই বাক্যে যুক্তি যুক্ত। ইহ শুনি দুঃখী হয়ে চলে সে পূজারী। ব্ৰজবাসিগণে বলে করিয়া বিস্তারি ॥