পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিবিনোদ চরিত ** দামোদর পণ্ডিতেরে সকলে সাধিল । জয়াপুরে গিয়া তিহু স্বযুক্তি স্থাপিল। চৈতন্তের ধ্বজ পুনঃ উড়িল আকাশে । ব্ৰজবাসিগণ মনে তবে দুঃখ নাশে ॥ জয়পুরাধীশ তাতে সন্তুষ্ট অস্তরে । বলদেব নামে ডাকে সেই দামোদরে ॥ বিদ্যাভূষণ উপাধি তবে তারে দিল । গীতা ভাগবত ব্যাখ্যা তাহাতে করিল ॥ বেদান্তের ভাষ্য তি হ লিখিল তখন । গোবিন্দের ভাষ্য নাম বৈষ্ণবের ধন ॥ গোবিন্দের কৃপালাভ করিয়া সে জন । শুদ্ধ ভক্তি জগতেতে করিল স্থাপন ॥ ভকতিবিনোদ প্রভু তাহাকে টানিয়া । ভাষাভাষ্য প্রকাশিল এদেশে আনিয়া ॥ শু্যামলাল গোস্বামীকে দিল মহাধন । গোবিন্দের ভাষাভাষ্য সেই মহাজন ॥ শাস্ত্রেতে প্রবীণ সেই শু্যামলাল হয়। শুদ্ধ ভক্তি বিনা কথা কিছু নাহি কয় ॥ গোসাঞি ছাপিল তাহ নিজ নামাঙ্কিতে । পুরিল মনের সাধ প্রভুর চিত্তেতে ॥ শ্ৰীকৃষ্ণগোপাল'ভক্ত মামে একজন । মুদ্রাস্কনে সহায়তা করে গ্রন্থধন ॥