পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিবিনোদ চরিত br8 তাহার লেখনী তাতে অবিশ্রান্ত চলে । মনুষ্যের শক্ত্যতীত শুদ্ধ ভক্তি বলে ॥ যদি চাহ শুদ্ধ ভক্তি শিখিবারে ভাই । অহরহ একমনে পড় শুন তাই ॥ বিদ্যাধন কেহ নাহি নিতে পারে কেড়ে । যতই করিবে চর্চা তত যাবে বেড়ে ॥ অবিদ্যা বিনাশ হবে বিদ্যাধন পেলে । গৌরাঙ্গের কৃপালাভ হবে তার বলে ॥ তখন জানিবে ভাই ভজন আনন্দ । ক্রমে ক্রমে ঘুচি যাবে অনর্থাদি মন্দ ॥ অপসর্গ উপসর্গ সব নাশ হবে । ভজন আনন্দে তাই সৰ্ব্বদাই রবে ॥ রাধাকৃষ্ণ লীল। তবে ফুরিবে অস্তরে । অনুভব হবে তবে চিল্লীলা ভিতরে ॥ সচ্চিদানন্দানুভুতি তখন করিবে । মায়াতে বিতৃষ্ণ। তবে আপনে হইবে ॥ জীব নিত্য কৃষ্ণদাস তাহ বুঝি ল’বে। চিদানন্দে মজি তবে কৃষ্ণকে পাইবে ॥ মুই ছার কৃষ্ণদাস আমিত অজ্ঞানী। ঠাকুরের কৃপা ছাড়া কিছুই না জানি ॥ নাচি গাই হরিনামে মত্ত সদা রই। ভকতিবিনোদ প্রভু পদ প্রাস্তে ধাই।