3Vరిa স্ত্রীমদ্ভগবদগীত। আমরা ক্ষুদ্রবুদ্ধি, এই ব্যাখ্য' বুঝিতে গিয়া যে গোলযোগে পড়িয়াছি, প্রাচীন মহামহোপাধ্যায়দিগের পাদপদ্মবন্দনাপূৰ্ব্বক আমি তাহ নিবেদন করিতেছি । যে আপনার সন্দেহ ব্যক্ত কবিতে সাহস না করে, তাহার কোন জ্ঞানই জন্মে নাই । এবং জন্মিবারও সম্ভাবনাও নাই । ‘যাবৎ, তাবৎ’ শব্দ পরিমাণ বাচক । কিন্তু কেবল যাবৎ বলিলে কোন পরিমাণ বুঝ। ঘtয় না । একটা যাবৎ থাকিলেই, তার একট। তাবৎ আছেই । একটা তাবৎ থাকিলেই তার একটা যাবৎ আছেই । এমন অনেক সময়ে ঘটে, যে কেবল “যাবৎ” শব্দটা স্পষ্ট, তাহার পরবর্তী “তাবৎ"-কে বুঝিয়া লইতে হয় ; যথা—“আমি যাবৎ না আসি, তুমি এখানে থাকিও ” ইহার প্রকৃত অর্থ “আমি যাবৎ না আসি (তাবৎ) তুমি এখানে থাকিও।” অতএব স্পষ্টই হউক, আর উহাই হউক, যাবৎ থাকিলেই তাবৎ থাকিবে । তদ্রুপ তাবৎ থাকিলেই যাবৎ থাকিবে । এই যাবৎ তাবৎ শব্দের পরস্পরের সম্বন্ধ এই, যে বস্তুর সঙ্গে যাবৎ থাকে, আর যাহার সঙ্গে তাবৎ থাকে, উতয়ের পরিমাণ এক বা সমান বলিয়া নিদিষ্ট হয় । অতএব যাবৎ তাবৎ থাকিলে দুইটী তুল্য বা তুলনার বস্তু আছে, ইহাই বুঝিতে হইবে। “আমি ষাবৎ না আসি, (তাবৎ) তুমি এথানে থাকিও” এই বাক্যের প্রকৃত তাৎপর্য্য এই যে “আমার পুনরাগমন পৰ্য্যস্ত , বে কাল, আর তোমার এখানে অবস্থিতি কাল, উভয়ে সমান হইবে।” এখানে এই দুইট সময় তুল্য বা তুলনীয়। কারণে আনন্দগিরি বলিয়াছেন "বেদশব্দেনত্ৰ কৰ্ম্মকাওমেব গৃহতে, সেই কারণে ইনিও বলিয়াছেন “দর্কেযু বেবেযু’ অর্থে "বেদোক্তেষু কৰ্ম্মস্থ ।"
পাতা:শ্রীমদ্ভগবদ্গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৪১
অবয়ব