পাতা:শ্রীমদ্‌ভগবদ্‌গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छुिछौश अश्वrांश ! $ 85 SSASAS SSAS SSAS SSASAAA AMM MM SMMMS SSSSSSMA MMAMAAAS A SAS SSAS SSASMSMSMMS MAMMAMMMS মঙ্গলকর মহামহিমময় ধৰ্ম্মোক্তি জগতে আর কখন প্রচারিত হয় নাই। কেবল ভগবৎপ্রসাদাৎই হিন্দু এরূপ পবিত্র ধৰ্ম্মতত্ত্ব লাভ করিতে পারিয়াছে । কিন্তু লাভ করিয়াও হিন্দুর পক্ষে ইহার বিশেষ ফলেপিধায়িত ঘটে নাই। তাহার কারণ, এমন কথাতেও আমাদের বুদ্ধিবিভ্রংশ বশতঃ অনেক গোলযোগ ঘটিয়াছে । আমরা আজিও ভাল করিয়া ইহা বুঝিতে পারি নাই। আমি এমন বলিতেছি না, যে আমি ইহা সম্পূর্ণরূপে বুঝিয়াছি, বা পাঠককে সম্পূর্ণরূপে বুঝাইতে পারিব । ভগবান যাহাকে তাদৃশ অনুগ্রহ করিবেন, তিনিই ইহা বুঝাইভে পরিবেন। তবে যত টুকু পারি, বুঝাইতে চেষ্টা করায় বোধ হয় ক্ষতি নাই । ইহার প্রথম গোলযোগ কৰ্ম্ম শব্দের অর্থ সম্বন্ধে । যাহা করা যায়, বা করিতে হয়, তাহাই কৰ্ম্ম, কৰ্ম্ম শব্দের এই প্রচলিত অর্থ। কিন্তু কভকগুলি হিন্দু শাস্ত্রকার, বা হিন্দু শাস্ত্রের ব্যাখ্যাকায় ইহাতে একটা গোলযোগ উপস্থিত করিরা রাখিয়াছেন । র্তাহীদের কৃপায় এ সকল স্থলে বুঝিতে হয়, কৰ্ম্ম অর্থে বেদোক্ত যজ্ঞাদি । কৰ্ম্ম মাত্রেই কৰ্ম্ম নহে-বেদোক্ত অথবা শাস্ত্রোক্ত যজ্ঞই কৰ্ম্ম । যদি তাই হয়, তাছা হইলে এই শ্লোকের অর্থ এই বুঝিতে হয়, যে বেদোক্তাদি যজ্ঞাদি করিবে ; কিন্তু সেই সকল যজ্ঞের ফল স্বৰ্গাদি, সেই স্বর্গাদির কামনা করিবে না । এইরূপ অর্থ চিরপ্রচলিত বলিয়া সুশিক্ষিত ইংরেজি নবিশেরাও এইরূপ অর্থ বুধিয়াছেন । সুপণ্ডিত কাশীনাথ ত্র্যম্বক তেলাঙ, ইহার পূর্ব শ্লোকের টাকার লিখিয়াছেন, “The Vedas.pres చీ