পাতা:শ্রীমদ্‌ভগবদ্‌গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SS MA SMA AMAAASAASAASAAAS × ტხ• প্রীমদ্ভগবদগীত।। গোড়ার কথাটা এই হইয়াছিল, যে অর্জুন আত্মীয় স্বজনকে হত্যা করিয়া তাদৃশ পাপকৰ্ম্মের দ্বাবা রাজ্যলাভ করিতে অনিচ্ছুক ; অতএব যুদ্ধ করিবেন না স্থির করিলেন । তদুত্তরে ভগবান প্রথমে আত্মজ্ঞানে তাহাকে উপদিষ্ট করিলেন । তার পর, কৰ্ম্মের মাহাত্ম্য ও অবশু কৰ্ত্তব্যতা বুঝাইলেন । বুঝাইলেন যে সকলকে কৰ্ম্ম করিতেই হয় । অদ্য কৰ্ম্ম না করিলেও, জীবনযাত্রা নিৰ্ব্বাহের জন্ত কৰ্ম্ম করিতে হয় । তবে বাহাঁর আত্মজ্ঞান নাই, সে মুখ ফলকামনা করিয়া কৰ্ম্ম করে, আর যে আত্মজ্ঞানী, সে নিষ্কাম হইয়া কৰ্ম্ম করে, কিন্তু নিষ্কাম হইয়াই হউক, আর সকাম হইয়াই হউক, অঙ্গুষ্ঠেয় কৰ্ম্ম করিতেই হইবে। যদি করিতেই হইল, তবে নিষ্কাম হইয়। করাই ভাল ; কেন না, নিষ্কাম কৰ্ম্মই পরম ধৰ্ম্ম । অতএব তুমি নিষ্কাম হইয়া, ফলকামনা পরিত্যাগ করিয়া, রাজ্যলাভ হইবে বা ন হইবে সে চিন্তা না করিয়া, কৰ্ম্মের ফলাফল ঈশ্বরে অর্পণ করিয়া, যুদ্ধ ক্ষত্রিয়ের তহুষ্ঠেয় কৰ্ম্ম বলিয়া নিৰ্ব্বিকারচিত্তে যুদ্ধ কর । যে মে মতমিদং নিত্যমনুতিষ্ঠন্তি মানবাঃ । শ্রদ্ধাবস্তোইনসূয়স্তো মুচ্যন্তে তেহপি কৰ্ম্মভিঃ ॥৩১ ॥ যে সকল মনুষ্য শ্রদ্ধাবান ও অস্থয়াশূন্ত হইয়া আমার এই মতের নিত্য অনুষ্ঠান করে, তাহার কৰ্ম্ম হইতে অর্থাৎ কৰ্ম্মফল ভোগ হইতে মুক্ত হয় । ৩১ । যে ত্বেতদভ্যসূয়স্তে নানুতিষ্ঠস্তি মে মতম। সৰ্পর্বজ্ঞানবিমূঢ়াংস্তান বিদ্ধি নষ্টানচেতস: ॥ ৩২ ॥ যাহার অস্থাপরবশ হইয়া আমার এই মতের অনুষ্ঠান করে