পাতা:শ্রীমদ্‌ভগবদ্‌গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

వSe শ্ৰীমদ্ভগবদগীতা । ভস্মাত্বমিন্দ্রিয়াণ্যাদেী নিয়ম্য ভরতম্ভ। পাপানিং প্ৰজহি হেনং জ্ঞানবিজ্ঞাননাশনম ॥ ৪১ ৷


SS MM AAAA AAAA AAAJSJAS AMAMMSAAAA

অতএব হে ভরতশ্রেষ্ঠ ! তুমি আগে ইক্রিয়গণকে নিয়ত করিয়া, জ্ঞানবিজ্ঞানবিনাশী পাপস্বরূপ কামকে বিনষ্ট ( বা ত্যাগ ) কর । ৪ ১ । যদি ইন্দ্রিয়গণই কামের অধিষ্ঠানভূমি, তবে আগে ইন্দ্রিয়গণকে নিয়ত করিতে হইবে । তাহ হইলে কামকে বিনষ্ট করা হইবে । জ্ঞান বা বিজ্ঞানে প্রভেদ কি ? শ্রীধর বলেন, জ্ঞান আত্মবিবয়ক, বিজ্ঞান শাস্ত্রীয়, অথবা “জ্ঞান শাস্ত্রাচার্য্যের উপদেশজাত, বিজ্ঞান নিদিধ্যাস জাত।” শঙ্করাচাৰ্য্য বলেন, “জ্ঞান শাস্ত্র হইতে আচাৰ্য্যলব্ধ আত্মাদির অবরোধ ; আর তাহার বিশেয প্রকার অনুভবই বিজ্ঞান । পাঠক এই ব্যাখ্য' অপেক্ষ শ্রীধর স্বামীর ব্যাখ্যা প্রাঞ্জল বলিয়া গ্রহণ করিবেন । আমি বুঝি, যে এইটুকু বুঝিতে পারিলেই আমাদের মত লোকের পক্ষে যথেষ্ট হইবে যে কাম, সৰ্ব্বপ্রকার জ্ঞান, ও আত্মার উন্নতিক বিনাশক । ইন্দ্রিয়াণি পরাণ্যtহরিস্ট্রিয়েভ্যঃ পরং মনঃ । মনসস্তু পরা বুদ্ধিবুদ্ধের্যঃ পরভস্ত সঃ ॥ ৪২ ৷ এবং বুদ্ধেঃ পরং বুদ্ধা সংস্তভ্যাত্মানমাত্মন । জহি শক্ৰং মহাবাহো কামরূপং দুরাসদম ॥ ৪৩ ৷ ইন্দ্রির সকল শ্রেষ্ঠ বলিয়। কথিত ; ইন্দ্রিয় সকল হইতে মন শ্রেষ্ঠ ; মন হইতে বুদ্ধি শ্রেষ্ঠ ; বুদ্ধি হইতে তিনি শ্রেষ্ঠ। ৪২ ৷ এইরূপ বুদ্ধির দ্বারা পরমাত্মাকে বুঝিয়া আপনাকে স্তস্তিত