পাতা:শ্রীমদ্‌ভগবদ্‌গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায় । অৰ্জুন উবাচ । সন্ন্যাসং কৰ্ম্মণাং কৃষ্ণ পুনর্যোগঞ্চ শংসসি । যচ্ছে য় এতয়োরেকং তন্মে ক্ৰহি সুনিশ্চিতম ॥ ১ ॥ অৰ্জুন কহিলেন । হে কৃষ্ণ ! তুমি সন্ন্যাস ( ত্যাগ ) ও কৰ্ম্মযোগ উভয়ের কথাই কহিতেছে ; এক্ষণে উভয়ের মধ্যে যাহা শ্রেয়স্কর তাহ অবধারিত করিয়া বল । ১ । ক্রীতগবানুবাচ। সন্ন্যাসঃ কৰ্ম্মযোগশ্চ নিঃশ্রেয়সকরাধুভেী। তয়োস্তু কৰ্ম্মসন্ন্যাসাৎ কৰ্ম্মযোগে বিশিষ্যতে ৷ ২ ৷ ঐতগবান কছিলেন। কৰ্ম্ম ত্যাগ ও কৰ্ম্মযোগ উভয়ই মুক্তিব কারণ ; কিন্তু তন্মধ্যে কৰ্ম্মযোগ শ্রেষ্ঠ ৷ ২ ৷ জ্ঞেয়: স নিত্যসন্ন্যাসী যো ন দ্বেষ্টি ন কাঙক্ষতি । নিদ্বন্দ্বে হি মহাবাহে স্থখং বন্ধাৎ প্রমুচ্যতে ॥৩। যাহার দ্বেষ নাই ও আকাঙ্গ নাই, তিনিই ( কৰ্ম্মানুষ্ঠান কালেও ১নিত্য সন্ন্যাসী ; কারণ তাদৃশ নিদ্ব দ্ব পুরুষেরাই অনায়াসে সংসার-বন্ধন হইতে মুক্তিলাভ করেন । ৩ । সাস্থ্যযোগৌ পৃথশ্বালাঃ প্রবদন্তি ন পণ্ডিতাঃ। একমপ্যাস্থিতঃ সম্যগুভয়োর্বিন্দতে ফলম ॥ ৪ ॥