পাতা:শ্রীমদ্‌ভগবদ্‌গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধষ্ঠ আধ্যায় । షిఉని এবং যে অবস্থা উপস্থিত হইলে গুরুতর দুঃখ ও বিচালিত করিতে পারে না । ২২ । তং বিদ্যাদঃখসংযোগবিয়োগং যোগসংজ্ঞিতম । স নিশ্চয়েন যেক্তিব্যে যোগোহনিৰ্ব্বিগ্নচেতসা ॥২৩৷ সংকল্পপ্রভবান কামাংস্ত্যক্ত, সর্ববানশেষতঃ । মনসৈবেন্দ্রিয়গ্রামং বিনিয়ম্য সমস্ততঃ ॥২৪ । সেই অবস্থার নামই যোগ । তাহাতে দুঃখের সম্পর্কও নাই, তাহাই বিশেষরূপে অবগত হইবে এবং অধ্যবসায় সহকারে ও নিৰ্ব্বেদশৃন্ত চিত্তে অভ্যাস করিবে । সংকল্প সমুৎপন্ন কামন সকল নিঃশেষিত ও অন্তঃকরণ দ্বারা ইন্দ্রিয়গণকে সমুদয় বিযয় হইতে নিগৃহীত করিয়া যোগ অভ্যাস করিবে। ২৩ ৷ ২৪ । শনৈ: শনৈরুপরমেদুস্কা ধূতিগৃহীতয়া। আত্মসংস্থং মনঃ কৃত্বা ন কিঞ্চিদপি চিন্তয়েৎ ॥২৫৷৷ মনকে আত্মাতে নিহিত করিয়া স্থিরবুদ্ধির দ্বারা অল্পে অল্পে বিরতি অভ্যাস করিবে ; অন্য কিছুই চিস্তা করিবে না । ২৫ । যতো যতো নিশ্চরতি মনশ্চঞ্চলমস্থিরম্। ততস্ততো নিয়ম্যৈতদাত্মস্তোব বশং নয়েৎ ॥ ২৬ ॥ চঞ্চল স্বভাৰ মন যে যে বিষয়ে বিচরণ করিবে । সেই সেই বিষয় হইতে তাহাকে প্রত্যাহয়ণ করিয়া আত্মার বশীভুত করিবে । ২৬।