পাতা:শ্রীমদ্‌ভগবদ্‌গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬৬ প্রীমদ্ভগবদ্গীত । কৃষ্ণ কহিলেন, হে অৰ্জুন ! চঞ্চলস্বভাব মন যে দুনিগ্ৰহ তাহার সংশয় নাই ; কিন্তু অভ্যাস ও বৈরাগ্য দ্বারা তাঁহাকে নিগৃহীত করিতে হয়। ৩৫ ৷ অসংযতাত্মন! যোগে দুষ্প্রাপ ইতি মে মতিঃ । বশ্বাত্মন! তু যততা শক্যোইবাপ্ত মুপায়তঃ ॥ ৩৬ ৷ যাহার চিত্ত অবশীভূত; যোগ লাভ করা ভাহার পক্ষে দুৰ্ঘট, যে যত্নশীল ব্যক্তি অন্তঃকরণকে বশীভুত করিয়াছে, সে ব্যক্তি যথোক্ত উপায় দ্বারা যোগলাভ করিতে সমর্থ । ৩৬ । অৰ্জুন উবাচ। অযতিঃ শ্রদ্ধায়াপেতে যোগীচচলিতমানসঃ । অপ্রাপ্য বোগসংসিদ্ধিং কাং গতিং কৃষ্ণ গচ্ছতি ॥৩৭ অৰ্জুন কছিলেন, হে কৃষ্ণ । যে ব্যক্তি (প্রথমে) শ্রদ্ধাবান কিন্তু পরে যত্নহীন হইয়া যোগভ্রষ্টচেতা হয়, সে যোগসিদ্ধি প্রাপ্ত না হইয়! কি মযস্ত প্রাপ্ত হয় ? । ৩৭ ৷ কচ্চিন্নোভয়বিভ্রস্টশিম্ভুন্নাভ্ৰমিব নশুতি । অপ্রতিষ্ঠে মহাবাহো বিমূঢ়ো ব্রহ্মণঃ পথি ॥৩৮ ॥ হে মহাবাহো ! সে কি যোগ ও কৰ্ম্ম ( মোক্ষ ও স্বৰ্গ ) উচ্চয় হইতে ভ্রঃ, নিরাশ্রয় ও ব্রহ্ম লাভের উপায় অনভিজ্ঞ হইয়। ছিন্ন মেঘের স্থায় বিনাশ প্রাপ্ত হয় না ? ৮। এতম্মে সংশয়ং কৃষ্ণ ছেত্ত মৰ্হস্যশেষতঃ । স্বদন্য: সংশয়স্তাস্ত ছেত্তা ন হপপদ্যতে ॥৩৯ ॥