পাতা:শ্রীমদ্‌ভগবদ্‌গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vēie খ্ৰীমদ্ভগবদগীতা । বিশ্বদেব ও সিদ্ধগণ এবং অশ্বিনীকুমারদ্ধয় সাতিশয় বিস্মিত হুইয়া তোমাকে দর্শন করিতেছেন । ২২ ৷ - রূপং মহত্তে বহুবক্ত নেত্ৰং মহাবাহে বহুবাহুরুপাদম । বহূদরং বহুদংষ্ট্রকেরালং দৃষ্ট, লোকাঃ প্রব্যথিতাস্তথাহম ॥ ২৩ ৷ হে মহাবাহে ! আমি এই সমস্ত লোক সমভিব্যাহারে তোমার বহু নয়ন ও অনেকমুখসম্পন্ন, বহুবাহু, বহু উরু ও বহুচরণসংযুক্ত, অনেক-উদর-পরিশোভিত ও বহুদংষ্ট্রাকরল আকার নিরীক্ষণ করিয়া নিতান্ত ব্যথিত হইতেছি। ২৩। নভঃ স্পৃশং দীপ্তমনেকবৰ্ণং ব্যত্তিাননং দীপ্তবিশালনেত্রম। দৃষ্ট, হি ত্বাং প্রব্যথিতান্তরাত্মা ধৃতিং ন বিন্দামি শমং চ বিষ্ণো ॥ ২৪ ॥ হে বিষ্ণে ! আমি তোমার নভোমণ্ডলস্পর্শী, বহুবর্ণসম্পন্ন বিবৃতানন, বিশাললোচন, ও অতি প্রদীপ্ত মূৰ্ত্তি সন্দর্শন করিয়া কোন ক্রমেই ধৈর্য্য ও শাস্তি অবলম্বন করিতে সমর্থ হইতেছি না, আমার অস্তঃকরণ নিতান্ত বিচলিত হইয়াছে ৷ ২৪ ৷ দংষ্ট্রাকরালানি চ তে মুখানি দুষ্টৈব কালানলসন্নিভানি।