পাতা:শ্রীমদ্‌ভগবদ্‌গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శిశిషి &ীমন্তুগবদগীতা । তথা তবামী নরলোকবীর বিশস্তি বক্তৃ,াণ্যভিতোজ্বলন্তি ॥ ২৮ ॥ যেমন নদী প্রবাহ সাগরাভিমুখে প্রবাহিত হইয়া থাকে, তদ্রুপ এই সকল বীরপুরুষের তোমার অতি প্রদীপ্ত মুখমধ্যে প্রবেশ করিতেছেন । ২৮ । যথা প্রদীপ্তং জ্বলনং পতঙ্গ। বিশন্তি নাশায় সমৃদ্ধযেগাঃ । তথৈব নাশায় বিশন্তি লোকস্তবাপি বক্তৃ,াণি সমৃদ্ধবেগাঃ ॥ ২৯ ৷ যেমন ইচ্ছাপূৰ্ব্বক বেগশালী পতঙ্গ সকল বিনাশের নিমিত্ত অতি প্রদীপ্ত হুতাশন মধ্যে প্রবিষ্ট হয়, তদ্রুপ এই সকল লোকেরা বিনষ্ট হইবার নিমিত্ত তোমার মুখমধ্যে প্রবেশ করিতেছে । ২৯ । লেলিহ্যসে গ্রসমানঃ সমান্তাল্লোকান সমগ্রীন বদনৈজুলস্তিঃ । তেজোভিরাপূৰ্য্য জগৎ সমগ্ৰং ভাসস্তবোগ্ৰাঃ প্ৰতপন্তি বিষ্ণে ॥ ৩০ ৷ তুমি প্ৰজলিত মুখ বিস্তার করিয়া এই সমুদয় লোককে গ্রাস করিতেছ । হে বিষ্ণো ! তোমার প্রখর তেজ বিশ্বকে পরিপূর্ণ করিয়া লোক সকলকে সস্তপ্ত করিতেছে । ৩০ ॥ আখ্যাহি মে কে ভবামুগ্ররূপো নমোহস্তু তে দেববর প্রসাদ ।