পাতা:শ্রীমদ্‌ভগবদ্‌গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఇళీ শ্ৰীমদ্ভগবদগীতা । বায়ুর্বমোহগ্নিবরুণঃ শশাঙ্কঃ প্রজাপতিস্তুং প্রপিতামহশ্চ নমো নমস্তেহস্ত সহস্ৰকৃত্বঃ পুনশ্চ ভুয়োহপি নমো নমস্তে ॥ ৩৯ ৷ তুমি বায়ু, যম, অগ্নি, বরুণ, শশাঙ্ক, প্রজাপতি ও প্রপিতামহ, আমি তোমাকে সহস্ৰ সংস্র বার নমস্কার করি । ৩৯ । নমঃ পুরস্তাদথ পৃষ্ঠতস্তে নমোহস্তু তে সৰ্ববত এব সৰ্ব্ব । অনন্তবীৰ্য্যামিতবিক্রমস্বং সৰ্ববং সমাপ্লোসি ততোহসি সর্ববঃ ॥ ৪০ ॥ cহ সৰ্ব্বেথর ! আমি তোমার সম্মুখে নমস্কার করি, আমি তোমার পশ্চাতে নমস্কার করি ; আমি তোমার চতুর্দিকেই নমস্কার করি ; তুমি অনস্তবীৰ্য্য অমিতপরাক্রমসম্পন্ন, তুমি সমুদয় বিশ্বে ব্যাপ্ত রহিরছি, এই নিমিত্ত সকলে তোমাকে সৰ্ব্বস্বরূপ বলিয়া কীৰ্ত্তন করিয়া থাকে । ৪০ ৷ সখেতি মত্ব প্ৰসভং যদ্ভুক্তং হে কৃষ্ণ হে যাদব হে সখেতি । অজানতা মহিমানং তবেদং ময়া প্রমাদাৎ প্রণয়েন বাপি ॥ ৪১ ৷ যচ্চাবহাসাৰ্থমসৎকৃতোহসি বিহারশয্যাসনভোজনেষু।