পাতা:শ্রীমদ্‌ভগবদ্‌গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ অধ্যায় । లs f একোইথবাপ্যচু্যত তৎসমক্ষং তৎ ক্ষণময়ে ত্বামহমপ্রমেয়ম ॥ ৪২ ৷৷ তোমার মহিম অবগত না হইয়া প্রমাদ বা প্রণয়পূর্বক আমি তোমাকে মিত্র বিবেচনা করিয়া হে কৃষ্ণ ! হে যাদব ! হে সখে । বলিয়া যে সম্বোধন করিয়াছি এবং তুমি একাকীই থাক বা বন্ধুজন সমক্ষেই অবস্থান কর, বিহার, শয়ন উপবেশন ও ভোজন বিষয়ে তোমাকে যে উপহাস করিবার নিমিত্ত তিরস্কার করিয়াছি । এক্ষণে তুমি সেই সকল ক্ষমা কয় । ৪১ ৷৷ ৪২ ৷ পিতাসি লোকস্য চরাচরস্থ্য ত্বমস্ত পূজ্যশ্চ গুরুগরীয়ান। ন ত্বৎসমোহস্ত্যভ্যধিকঃ কুতোহন্তে৷ লোকত্ৰয়েইপ্য প্রতিমপ্রভাব ॥ ৪৩ ৷৷ হে অপ্রতিম প্রভাব ! তুমি স্থাবরজঙ্গমাত্মক জগতের পিতা, পুজা ও গুরু ; ত্রিলো কমধ্যে তোমা অপেক্ষা সমধিক বা তোমার তুল্য প্রভাবসম্পন্ন আর কেহই নাই । ৪ ও । তস্মাৎ প্রণম্য প্রণিধায় কায়ং প্রসাদয়ে ত্বামহমীশমীড্যম । . পিতেব পুত্রস্ত সখেব সখুঃি প্রিয়ঃ প্রিয়ায়াৰ্হসি দেব সোঢ়ম ॥ ৪৪ ৷ cহ দেব ! অতএব আমি দণ্ডবৎ পতিত হইয়া তোমায় প্রণাম করিয়া প্রসন্ন করিতেছি ; যেমন পিতা পুত্রের, মিত্র মিত্রের,