পাতা:শ্রীমদ্‌ভগবদ্‌গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

• ক্রয়োদশ অধ্যায় । অৰ্জুন উবাচ। প্রকৃতিং পুরুষং চৈব ক্ষেত্ৰং ক্ষেত্ৰজ্ঞমেব চ। এতদ্বেদিতুমিচ্ছামি জ্ঞানং জ্ঞেয়ং চ কেশব ॥ ১ । অৰ্জ্জুন কহিলেন । হে কেশব ! প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র ক্ষেত্ৰজ্ঞ, জ্ঞtiা ও জ্ঞেয় এই সকল জানিতে ইচ্ছা করি । ১ । শ্ৰীভগবানুবাচ। ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্রমিত্যভিধীয়তে । এতদযো বেত্তি তং প্রাতৃঃ ক্ষেত্ৰজ্ঞ ইতি তদ্বিদঃ ৷ ২ ৷ শ্ৰীভগবান কহিলেন । হে অৰ্জ্জুন ! এই ভোগীয়তন শরীরকে ক্ষেত্র বলিয়া থাকে, যিনি ইহা বিদিত হইয়াছেন । তিনি ক্ষেত্র জ্ঞ ৷ ২ ৷ ক্ষেত্ৰজ্ঞং চাপি মাং বিদ্ধি সর্ববক্ষেত্ৰেষু ভারত। ক্ষেত্ৰক্ষেত্ৰজ্ঞয়োজ্ঞর্ণনং যত্তজজ্ঞানং মতং মম ॥ ৩ ॥ আমি সকল ক্ষেত্রেরই ক্ষেত্ৰজ্ঞ ; ক্ষেত্র ও ক্ষেত্র জ্ঞর যে বৈলক্ষণ্য জ্ঞান তাহাই আমার অভিপ্রেত যথার্থ জ্ঞান ৷ ৩ ৷ তৎ ক্ষেত্ৰং যচ্চ যাদৃক চ যদ্বিকারি যতশ্চ যৎ । স চ যে যৎপ্রভাবশ্চ তৎ সমাসেন মে শৃণু ॥ ৪ ।