পাতা:শ্রীমদ্‌ভগবদ্‌গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চদশ অধ্যায় । শ্ৰীভূগবানুবাচ। উৰ্দ্ধমূলমধ:শাখমশ্বথং প্রাহুরব্যয়ম । ছন্দাংসি যস্য পর্ণানি যন্তং বেদ স বেদৱিৎ ৷ ১ ৷ শ্ৰীভগবান কহিলেন । সংসাররূপ এক অব্যয় অশ্বখ বৃক্ষ অাছে, উহার মুল উদ্ধে, উহার শাখা অধোতে, বেদ সমুদয় উহার পত্র ; যিনি এই অশ্বখ বৃক্ষ বিদিত হইয়াছেন, তিনি বেদবেত্তা। ৯। অধশ্চোদ্ধং প্রস্থতাস্তস্য শাখা গুণপ্রবৃদ্ধ বিষয়প্রবালাঃ। অধশ্চ মূলান্তনুসন্ততানি কৰ্ম্মানুবন্ধীনি মনুষ্যলোকে ॥ ২ ॥ ঐ বৃক্ষের শাখা অধ ও উদ্ধ দেশে বিস্তীর্ণ হইয়াছে ; উচ্ছ। সত্ত্বাদি গুণ দ্বারা পরিবর্জিত হইতেছে এবং রূপ য়স প্রভৃত্তি বিষয় সকল উহার পত্র বলিয়া নিদিষ্ট হইয়াছে। এ বৃক্ষের ধৰ্ম্মাধৰ্ম্মরূপ-কৰ্ম্ম-প্রস্থতি মূল সকল অধঃ প্রদেশে জীবলোকে বিস্তীর্ণ হইতেছে ৷ ২ ৷ _. ন রূপমস্যেহ তথোপলভ্যক্তে নাস্তে ন চাদিৰ্নচ সংপ্ৰতিষ্ঠা । অশ্বথমেনং স্থবিমচ্যুলমসঙ্গশস্ত্রেণ দৃঢ়েন ছিল্কা ॥ ৩ ॥