পাতা:শ্রীমদ্‌ভগবদ্‌গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

w8y শ্ৰীমদ্ভগবদগীতা । হে ভারত ! যে ব্যক্তি মোহশূন্ত হইয়। আমাকে পুরুষোত্তম বলিয়া বিদিত হয়, সেই সৰ্ব্ববেত্ত সমপ্রকারে আমাকে আরাধনা করে | ১৯ | ইতি গুহ্যতমং শাস্ত্ৰমিদমুক্তং ময়ানঘ | এতদ্বুদ্ধ বুদ্ধিমান স্যাৎ কৃতকৃত্যশ্চ ভারত। ২০ ৷ হে অনঘ ভারত । আমি এই পরম গুহ্যশাস্ত্র কীৰ্ত্তন করিলাম, ইহা বিদিত হইলে লোক বুদ্ধিমান ও কৃতকাৰ্য হয়। ২০। ইতি পুরুষোত্তমযোগোনাম পঞ্চদশোহধ্যায়।