পাতা:শ্রীমদ্‌ভগবদ্‌গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭২ ঐীমদ্ভগবদগীতা । অসক্তবুদ্ধিঃ সর্বত্র জিতাত্মা বিগতস্পৃহঃ । নৈষ্কৰ্ম্ম্যসিদ্ধিং পরমাং সন্ন্যাসেনাধিগচ্ছতি ॥ ৪৯ ৷ আসক্তিবিবর্জিত, জিতেন্দ্রিয় ও স্প হাশূন্ত মহুষ্য সন্ন্যাস ইfরী সৰ্ব্বকৰ্ম্ম-নিবৃত্ত্বিরূপ সত্ত্ব শুদ্ধি কৰ্ম্মনিবৃত্তি প্রাপ্ত হইয়া সাকেন । ৪৯ । সিদ্ধিং প্রাস্তে। যথা ব্রহ্ম তথাপ্লোক্তি নিবোধ মে । সমাসেনৈব কৌন্তেয় নিষ্ঠ জ্ঞানস্ত যা পরা ॥ ৫০ ॥ হে কে স্তব ! সিদ্ধ পুরুষ যাহাতে ব্ৰহ্ম প্রাপ্ত হন, এক্ষণে সেই জ্ঞাননিষ্টার বিষয় সংক্ষেপে কীৰ্ত্তন করিতেছি, শ্রবণ কর ॥৫০ বুদ্ধ্য। বিশুদ্ধয়া যুক্তে ধৃত্যাহ্বানং নিয়ম্য চ । শব্দাদীনিয়াস্তাক্ত, রাগদ্বেষৌ বুদস্য চ ॥ ৫১ ৷ বিবি ক্রসেবী লঘ্নাশী যতবাক্কায়মানসঃ। ধ্যানযোগপরে নিত্যং বৈরাগ্যং সমুপাশ্রিতঃ ॥ ৫২ ৷ তাহঙ্কারং বলং দৰ্পং কমিং ক্ৰোধং পরিগ্রহই । বিমুচ্য নিৰ্ম্মমঃ শান্তে ব্রহ্মভূয়ায় কল্পতে ॥ ৫৩ ৷ মনুল্য বিশুদ্ধ বুদ্ধি সংযুক্ত হইয়! ধৈর্য্য দ্বারা বুদ্ধি সংঘাত করিবে ; শব্দাদি দিযয় ভোগ পরিত্যাগ করিয়া রাগ ও স্বেয় বিরহিত হইবে । বা কী, কায় ও মনোবৃত্তি সংযত করিয়া বৈরাগ্য আশ্রয়, ধ্যান ও সে গাঙ্গুষ্ঠান পূর্বক লঘু আহার ও নির্জনে বাস করিবে। এবং অহঙ্কার, বল, দৰ্প, কাম, ক্রোধ ও পরিগ্রহ পরিত্যাগ পূৰ্ব্বক মমতাশূন্ত হইয় শাস্ত ভাব অবলম্বন করিবে,