পাতা:শ্রীমদ্‌ভগবদ্‌গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
(২)

এজন্য অবশিষ্ট মূলও স্বৰ্গীয় কালীপ্রসন্ন সিংহ মহোদয়ের কৃত অনুবাদ সহ ইহাতে নিবেশিত হইল। বর্তমান গ্রন্থের লেখক মহোদয় কর্তৃক গীতার চতুর্থ অধ্যায়ের উনবিংশ শ্লোক পৰ্য্যন্ত ব্যাখ্যাত হইয়াছে মাত্র। তাহা হইলেও, উহাই এই গ্রন্থের অধিকাংশ অধিকার করিয়াছে।

 স্বৰ্গীয় কালীপ্রসন্ন সিংহ মহোদয়ের কৃত গীতার অনুবাদের যে অংশটুকু ইহাতে উদ্ধৃত হইয়াছে, তাহার সুযোগ্য পুত্র শ্রীযুক্ত বাবু বিজয়চন্দ্র সিংহ মহাশয় সেটুকু আমাদিগকে এই পুস্তকে মুদ্রিত করিবার অনুমতি দিয়াছেন, এ নিমিত্ত আমরা তাহার নিকট চিরকৃতজ্ঞ রহিলাম। স্বৰ্গীয় গ্রন্থকার মহোদয়ের একান্ত স্নেহপাত্র “সাহিত্য”-সম্পাদক শ্ৰীযুক্ত বাবু সুরেশচন্দ্র সমাজপতি মহাশয় স্বেচ্ছাপ্রবৃত্ত হইয়া এই অনুমতি প্রাপ্তির বিষয়ে যত্ন করিয়া আমাদিগকে অনুগৃহীত করিয়াছেন।

 পণ্ডিতবর শ্রীযুক্ত তারাকুমার কবিরত্ন এবং শ্রীযুক্ত উমেশচন্দ্র গুপ্ত মহাশয়গণ অনুগ্রহপূর্ব্বক এই পুস্তকের প্রুফগুলি দেখিয়া দিয়াছেন, এজন্য ইহাদের নিকটও কৃতজ্ঞ আছি। ইতি।

কলিকাতা, সংগ্রহকার,
২৪শে ভাদ্র, ১৩০৯। শ্রীদিব্যেন্দুসুন্দর বন্দ্যোপাধ্যায়।