পাতা:শ্রীশ্রীকালী কীর্ত্তন-রামপ্রসাদ সেন.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ স্ত্রকালীকীৰ্ত্তন। করুণাকর দেব দেব শঙ্কর । 避 ও প্রভু করুণ কটাক্ষকর দেব দেব শঙ্কর । সেই ব্ৰহ্মময়ীর এত ক্লেশ । শ্রম বিনা করেকে কটাক্ষ লেশ ॥ حيخ تسجيهيهم মায়ের ব্ৰত অনশনে মেনকার স্নেহ প্রকাশ। বত অনশন, স্বস্তিক আসন, মানসে শঙ্কর ধ্যান । দিনকর করে, শ্রমবারি করে, মলিন সে চাদ বয়ান ॥ কবি রামপ্রসাদের বাণী, কান্দে মেনকা রাণী, • কি কর২ মা এটা । - এ নব বয়সে, কুমারী, ত্রদেশে, এমন, কঠর করে কেটা ॥ e গৌরীর আমার ননীর পুতলীতনু, উপরে প্রচণ্ড ভানু, কিরণে উনয় নবনীত। . to মরি মরি মুকুমারী, নবীন কিশোরী গেী, বাছ কেন করোগো মা এমন অনীত ॥ স্বৰ্গ যদি মনে লয়, পিতা তব হিমালয়, হিমালয় অালয় সবার । . --