পাতা:শ্রীশ্রীকালী কীর্ত্তন-রামপ্রসাদ সেন.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকালী কীৰ্ত্তন। 영 -fকম্বা বাঞ্ছ হৃদে ঈশ, তার লাগি এত ক্লেশ . , রতনে যতন করে কার । কণ্ঠেতে রুদ্রাক্ষ মালা, কার লাগি মা হোয়েছ ভৈরবী বালা, তুমি যারে চিন্ত রাত্র দিব, সেই নিগুণের গুণ 尊 [ কিবা, তার চিন্তায় পাপ পুণ্য, সে কেবল মহা শুন্য, যারে পুজ বিলুদলে, শুনেছি গো মা সে তোমার - . [ পদতলে, একাসনে অনাহার, আরাধনা কর কার; 驗 এ কঠোর তপে কিবা ফল । মরমে পরম ব্যাথা, মা রাখ মায়ের কথা, ছাড় এ কঠোর গৃহে চল । তনয় মৈনাক ছিল, সিন্ধু জলে সে ডুবিল, সেই শোক যখন উঠে মনে । * *প্রাণ আমার যেমন তা প্রাণ জাণে । সে শোক ভুলেছি বাছ তোর মুখ চেয়ে। রাম প্রসাদ বলে, তিতে রাণী অাখির জলে, একি কর মায়ের মাথা খেয়ে ॥