পাতা:শ্রীশ্রীকালী কীর্ত্তন-রামপ্রসাদ সেন.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রুঞ্জকালী কীৰ্ত্তন | }ు রাণী বলে ওগো জয় কুস্বপনে প্রাণ আমার . [ কাদে । গত ঘোরতর নিশি, রাহু যেন ভুমে খসি, - গিলিতে ধেয়েছে মুখ চাদে । শুনেছি পুরাণে বহু, মুখ খানা বটে রাহু, শরীরের সংজ্ঞা তার কেতু । "এ রাহুর জটা মাথে, দারুণ ত্রিশূল হাতে, বুঝিতে নারিলাম ইহার হেতু ॥ س. مهممپ«*وس= 臀可! রাহু গ্রাস করে যে শশীরে, সেই শশী রাষ্কর 擊 - [ শিরে, কোথা গেলে গিরিবর, শিব স্বস্ত্যয়ন কর, গঙ্গাজল বিশৃদল আনি । সৰ্ব্বৌষধির জলে স্নান করাও, জয় বলে সৰ্ব্বলিঙ্গ নাশ তাছে জানি ॥. ইরাম প্রসাদ দাসে, একথা শুনিয়ে হাসে, অন্য স্বস্ত্যয়নে কিবা কাম ।