পাতা:শ্রীশ্রীকালী কীর্ত্তন-রামপ্রসাদ সেন.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐস্ত্রকালী কীৰ্ত্তন। se তখন গদ২ ভাব স্তরে, বরং অ্যাথি করে, ‘সাজাইল যেমন উঠে মনে ॥ স্বচারু বকুল মালে, কবরী বান্ধিল ভালে, হরি চন্দনের বিন্দু দিল । - উপরে সিন্দর বিন্দু, রবি করে যেন ইচ্ছু, হেরিং নিমিষ তেজিল ॥ দোধরি মুকুতা হার, কোন সহচরী আর, - গেথে দিল উমার কপালে । অল্পমানে বুঝি হেন, চাদ বেড়া তারা যেন, উদয় কোরেছে মেঘের কোলে । তারার কপালে তারা,তারাপতি যেন তারা ঘেরা, তারায় তার সাজে ভালোঁ । বদন স্বধাংশু ছেন, তাহে তারা মুক্ত ঘন, কেশ ৰূপ ঘন করে আলো ॥ হাসিয়া বিজয়ী বলে, মেঘ ময় কেশ ছলে, இ রাহয় গমন হেন বাসি । মুখ বিস্তারিয়া ধায়, দন্ত শ্রেণী দেখা যায়, মুক্ত নয় গ্রাস করে শশী । জয় বলে বটে এই পুণ্য কাল, ইখে দান করা ভাল, চিত্ত বিস্তু দান উমার পায়।