পাতা:শ্রীশ্রীকালী কীর্ত্তন-রামপ্রসাদ সেন.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ॐैकांकौ कौर्डन ! ১৭ দশ খণ্ড হোরে রাঙ্গী চরণে পড়িল । কত জনে কত কহে সার শুন কই। এক চাদ দশ খণ্ড চেয়ে দেখ ঐ ॥ চাদ পদ্ম দুই সৃষ্টি করিল বিধাতা। চাদ অার কমলে হইল শাত্রবতী ॥ " হাসিন্ন। বিজয়ী বলে একি শুনি কথা । কেন টাদ কমলে হইল শাত্ৰবতা ৷ চাদ বলে ইহা সয় কি আমার শোভা যার • মুখেরে যায়। fছরে কমল তাই হইতে চায় । এতবলি মহা অহঙ্কারে চাদ উঠিল আকাশে । অভিমানে কমল সলিল মাঝে ভাসে ॥ উচ্চ পদ পেয়ে চাদ ক্ষমা নাহি করে । বিস্তারিয়া নিজ কর পদ্ধ শ্লোভা হরে । বিধাতা জানিল চাদ তেজ করে বহু । করিল প্রবল শত্রু রাহু আর কুছু । স্থিরৰি যুগল শক্ৰ ছাড়িয়া আকাশ । ভন্ন পেয়ে অক্তয় পদে করিল প্রকাশ ৷ অভয় পদ ভজনের দেখহ প্রভাব । শত্রু ভাব দূরে গেল দোৰে মৈত্র জাব ।