পাতা:শ্রীশ্রীকালী কীর্ত্তন-রামপ্রসাদ সেন.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*b" প্রত্রকালী কীৰ্ত্তন। বিচিত্র বসন মণি কাঞ্চন ভুষণ । ত্রিভুবন দীপ্তি করে অঙ্গের কিরণ । ’ স্বয়ম্ভ যুগল হর স্করনদী কুলে। স্বয়ম্ভ, পূজেন নিত্য করপদ্ম ফুলে । , নাভি পদ্ম ভেদি ভ্ৰমে বেণী ক্রমেহ । লোমাবলী ছলে চলে করি কুম্ভ ভ্ৰমে ॥ ঈশ্বর মোহন ইষু নয়ন তরল । বিধি কি কজল ছলে মাখিল গরল ৷ নিখিল ব্ৰহ্মাণ্ড ভাণ্ডোদরীর কি কাও ৷ ” ফেরে করে লয়ে ছাদ ডোর, দুগ্ধভাণ্ড । ভালেতে তিলক শোভে সুচারু বয়ান । , ভণে রামপ্রসাদ দাস মার এই এক ধ্যান । 酶一粥3一響 ভজন । এমন ৰূপ যে একবার ভাৰে । ভাবিলে সাযুজ্য পাবে। একাম কাননে জগত জননী ফিরে । ঘন২ ইই২ রব করে সঙ্গিণীরে । সব নিদি গজপতি গমন ধিরেই। :