পাতা:শ্রীশ্রীকালী কীর্ত্তন-রামপ্রসাদ সেন.djvu/৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



কবিরঞ্জন রামপুপাদ সেনের সংক্ষেপ
জীবন বৃত্তান্ত ।

হালিশহরান্তবর্ত্তি কুমারহট্ট গ্রামে রামপ্রসাদ সেনের নিবাস ছিল। ১৬৪০-৪৫ শকের মধ্যে তত্রস্থ সম্ভ্রান্ত বৈদ্য়কুলে জন্ম গ্রহণ করিয়া নূন্যধিক ৬০ বৎসর কাল তিনি জীবিত ছিলেন। (এই মহাত্মা কবির পিতার নাম রামদুলাল মেন) সংস্থত, হিন্দি, বাঙ্গালা এই ভাষা ত্রয়েতেই উহার ব্যুৎপত্তি ছিল। প্রকৃত তন্ত্র শাস্ত্রের প্রতি বিশেষ দৃষ্টি থাকাতে কোলাচার ধর্ম্মেই বিলক্ষণ শ্রদ্ধা ও ভক্তি প্রকাশ করিতেন, অপিচ জ্ঞানাংশেও নিতান্ত হীন ছিলেন না-তৎকালবর্ত্তি মুঢ় দিগের ন্যায় মোহ মুগ্ধ ছিলেন না। তাঁহার স্ব প্রণীত পদাবলিতেই তাহার সুস্পষ্ট পরিচয় প্রাপ্ত হওয়া যায়। যথা

মন কর কি তত্ত্ব তারে।
ওরে, উনমত্ত,আঁধার ঘরে।
সে, যে, ভাবের বিষয়, ভাব ব্যতীত, অভাবে কি ধর্ত্তে পারে॥
মন অগ্রে শশি বশী ভূত, কর তোমার শক্তি সারে॥