পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডী । Yo S) তবে লয়ে অসি– ভামু-তেজ-রাশি, লয়ে চৰ্ম্ম—শত - চন্দ্র - যুত, দৈত্য-অধিপতি, সে দেবীর প্রতি, সেই কালে হইল ধাবিত। ১৬ আগত তাহার সেই খড়েগ—আর রবি - কর - নিৰ্ম্মল - ফলকে, চণ্ডিকা তখনি ছেদিলা আপনি, ধর্মুক্ত নিশিত শায়ুকে । ১৭ তবে অশ্বহীন, সারথি- বিহীন, হয়ে শুম্ভ ছিন্ন - শরাসন, করিল গ্রহণ মুদগর ভীষণ, করিবারে অম্বিকা - নিধন। ১৮ ছেদিলা তাহার ধাবিত মুদ্গর, দেবী তাক্ষ বাণ বরধিয়া ; তবু দেবা প্রতি, ধায়ু দৈত্যপতি, মহাবেগে মুষ্টি উত্তোলিয়া। ১৯ সে দৈত্য-প্রধান, করিল তখন দেবী-হৃদে সে মুষ্টি-পাতন ; দেবীও তাহারে, করের প্রহারে, বক্ষঃস্থলে করিলা তাড়ন। ২০