পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> o 8 মার্কণ্ডেয় দৈত্যরাজ তায়, করতল - ঘায়, छ्हेग्री তখন అల్టరీপড়িল ধরণি ; আবার তখনি সে দানব হইল উত্থিত। ২১ দেবীরে ধরিয়া, উৰ্দ্ধে লম্ফ দিয়া, সে অস্ত্রর উঠিল গগণে ; চণ্ডিকাও তায়— রহি নিরাশ্রয়, যুঝিলেন তবু তার সনে। ২২ তখন গগণে শুম্ভ-চওঁী-সনে, প্রথমেতে হল পরস্পর বাহু-যুদ্ধ,—যায় সিদ্ধ - ঋষি - চয় হয়েছিল। বিস্মিত অন্তর। ২৩ তবে বাহু-রণে, দৈত্য-গুম্ভ-সনে যুঝিয়া অম্বিকা বহুক্ষণ, তুলি উদ্বোপরি, বিমূর্ণিত করি, ফেলে তারে ভূতলে তখন। ২৪ হইয়া নিক্ষিপ্ত— দুরাত্মা সে দৈতা ধরাতলে হইলে পতিত,— করি অভিলাষ চণ্ডিকা-বিনাশ, মুষ্টি তুলি হইল ধাবিত। ২৫