এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
૪૨૨
মার্কণ্ডেয়
হয় ইথে বিনাশ সাধিত
রাক্ষস-পিশাচ - ভূতযোনি-চয় ; ১৯
এ সব মাহাত্ম্য মম পাঠে
পারে সন্নিকটে রাখিতে আমায়। ২০
পশু-পুপ-অৰ্ঘ্য-ধূপে আর
হোমে, ভালরূপে ব্রাহ্মণ-ভোজনে,
অভিষেক দ্রব্যে, গন্ধ-দীপে,
অন্য নানাবিধ ভোগ্য-বস্তু-দানে,—২১
প্রতিদিন বৎসর ধরিয়৷
পূজা হেতু মম জন্মে যেই প্রতি,
একবার এ মহা মাহাত্ম্য
গুনালে আমায়—হয় সেই প্রতি। ২২
এই মম জনম - কীৰ্ত্তন
করিলে শ্রবণ—হরে পাপ যত,
রোগে করে আরোগ্য-প্রদান,
ভূত-যোনি হতে করয়ে রক্ষিত। ২৩
দুষ্ট - দৈত্য - নিধন - ঘটিত
রণস্থলে যেই চরিত্র আমার,
করিলে শ্রবণ – মানবের
বৈরী হতে ভয় নাহি থাকে আর ॥ ২৪