পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

XS)o মার্কণ্ডেয় মাগিলা এ বর,— তবে বিজ্ঞবর বৈপ্ত সেই—ছিল বিষাদিত মন, “মহা তত্ত্ব-জ্ঞান— যাহা অভিমান“আমার-আমি এ -আসক্তি-নাশন।” ১৭ কহিলেন দেবী—১৮ অতি অল্প দিনে, ওহে নরপতে । প্রাপ্ত হবে তুমি নিজ রাজ্য-ভার ; সে রাজ্যে তখন, বধি বৈরী-গণ, অক্ষয় রাজত্ব হইবে তোমার। ১৯২০ হলে মৃত পরে, দেব স্বৰ্য্য হতে জনম আবার করিবে গ্রহণ, বিখ্যাত হইবে এ মর্ত্য-ভুবনে সাবর্ণিক মনু নামেতে তখন। ২১।২২ ওহে বৈশুবর! তুমি যেই বর আমার সকাশে করিলে মনন, দিলাম সে বর সিদ্ধির কারণ, হইবে তোমার লাভ দিব্য জ্ঞান। ২৩২৪