পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>Qb" চণ্ডী শব্দ অনুসরণ করিয়া দেবী প্রতি ধাবিত হইল। মহিষাসুরের অনেক সেনাপতি ছিল। তাহার।--চিক্ষুর, চামর, উদগ্র, মহাহন্ত, অসিলোম, পরিবারিত, বিড়ালাক্ষ, উদ্ধত, বাস্কল, তাম্র, অন্ধক, উগ্রবর্ঘ্য, ছদ্ধর, ছুখ নামে আখ্যাত। মহিষাম্বরের সেনাও অগণিত ছিল। সে সেই সমুদয় সেনাবল ও সেনাপতি লইয় দেবীকে আক্রমণ করিল।—তখন দেবামুরে মহাযুদ্ধ বাধিল । দেবী একা—কেবল র্তাহার বাহন সিংহই তাহার একমাত্র সহায় । কিন্তু

  • রণে রণ-রঙ্গিণী অম্বিক যেই শ্বাস করেন মোচন,

সদ্য শত সহস্র প্রমথে পরিণত সে শ্বাস তখন ।” তখন এই প্রমথ সেনাদলের সহিত অম্লর সেনার তুমুল যুদ্ধ বাধিল । ক্রমে অমুর-সেনা দলে দলে নিহত হইতে লাগিল। কিন্তু— “ছিল্প-শির তথাপি কেহবা, পড়ি পুন: করয়ে উত্থান ; কবন্ধের যুঝে দেবী - সনে ধরিয়া ভীষণ প্রহরণ।” এইরূপে মহা সমর হইল— “যেথা হল সেই মহা রণ-- পড়ি সেথা অমুরের দল, আর পড়ি অশ্ব গজ রথ —অগম্য করিল মহীতল।”