পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডী । সে তুমি এ স্তবে, দেবি ! তুষ্ট হয়ে, বিশাল প্রভাব - বলে, মধু ও কৈটভ, দুরন্ত অসুরে, কর মুগ্ধ মায়া-জালে। ৭৭ জগতের স্বামী আচুতে অচিরে কর মাগো জাগরিত ; এ দুই অসুরে, করিতে নিহত, কর তারে প্রবোধিত। ৭৮ কহিলেন ঋষি—৭৯ মধু ও কৈটভ করিতে নিধন, —জাগাইতে নারায়ণ, হেনমতে বিধি করিলে এ স্তুতি, তামসী দেবী তখন—৮০ হরির নয়ন হৃদয় – আনন বাহু - বক্ষ - নাসা হতে--- হয়ে আবির্ভূত, রছিলা-অযোনি ব্ৰহ্মার দর্শন - পথে । ৮১ উঠি একার্ণব শেষ-শয্যা হতে, নিদ্র - মুক্ত জনাৰ্দ্দন— Ꮌ☾