এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
মার্কণ্ডেয়
স্মিতমুখী সে দেবী ঈশ্বরী
হয়ে স্তুত মুর - ঋষিগণে,
সেই সব অমুর - শরীরে
নানা অস্ত্র-শস্ত্র বরিষণে । ৫০
কোপভরে কম্পিত-কেশর
কেশরী সে দেবীর বাহন,
বিচরে অমুর - সেনা-মাঝে,
—বন-মাঝে যেন হুতাশন । ৫১
রণে রণ-রঙ্গিণী অম্বিক
যেই শ্বাস করেন মোচন,
সদ্য শত সহস্র প্রমথে
পরিণত সে শ্বাস তখন । ৫২
দেবী বলে বলশালী তারা,
পরশু - পট্টিশ - ভিন্দিপালঅসি লয়ে লাগিল যুঝিতে,
—বিনাশিতে অসুরের দল। ৫৩
সেই মহা সমর - উৎসবে—
বাজাইল প্রমথ - নিকরে
লয়ে শঙ্খ, পটহ কেহব,
বাদ্য করে মৃদঙ্গ অপরে। ৫৪