পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডী। চিন্তার অতীত যিনি, মুক্তির কারণ, কঠোর - সাধনা - লভ্য,—র্যারে ঋষিগণ ইন্দ্রিয় সংযম করি সৰ্ব্ব দোষ পরিহরি চিন্তা করে মোক্ষতরে তত্ত্বজ্ঞানে রতি,সেই পর-বিদ্যা তুমি দেবী ভগবতী । ৯ ঋকৃ যজু সুবিমল, সাম বেদ আর উচ্চ-গানে মনোহর পদাবলি যার,— তাদের আশ্রয় ভূমি— দেবী বেদ-স্বরূপিণী ; হও শব্দ-রূপ], বিশ্ব - সন্তাপ - হারিণী, ভগবতী বিশ্ব স্বষ্টি-প্রবৃত্তি-রূপিণী । ১০ তুমি মেধা—জ্ঞাত যাহে সৰ্ব্ব-শাস্ত্র-সার ; তুমি গুর্গা-মুদুৰ্গম - ভব - পারাবার তরিতে তুমি তরণি, অদ্বিতীয়া এক তুমি ; তুমি লক্ষ্মী—এক বিষ্ণু হৃদয়-বাসিনী, তুমি গৌরী—চন্দ্রচূড় হৃদি বিহারিণী। ৪১ বদন বিমল কিবা মৃদুল - সহাস, - পূর্ণ সুধাকর-শোভা যাইতে বিকাশ ! সুবৰ্ণ-লাবণ্য হারে— কিবা মুখ-কান্তি ধরে ! হেরিয়া কেমনে তাহে করিল প্রচার মহিষ-অম্লর রোমে, ভ ব্যাপার! ১২