পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8V মার্কণ্ডেয় হে দেবি ! স্বভাব আর মূরতি তোমার— দুবৃত্ত - প্রবৃত্তি - হারী, অতীত চিন্তার, না আছে তুলনা তার ! তোমার শকতি আর দেব-বল-হারী সবে করিল বিনাশ ; কি করুণা অরি প্রতি করিলে প্রকাশ। ২১ হেন পরাক্রমে তব কি আছে উপমা ! অরি-ভীতি-দায়ী এই মূৰ্ত্তি মনোরমা, কোথায় বা আছে আর ! বরদে! দেবি ! তোমার अखाद्र कङ्गभी श्रांद्र मिठूद्रष्ठ ब्रtर्भ,তোমাতেই হেরি মুধু এ তিন ভূবনে । ২২ রিপু নাশি রক্ষিলে এ নিখিল ভুবন ; আর এ আরাতি-গণে করিয়া নিধন সম্মুখ - সমরাঙ্গনে – পাঠাইলে দিব্য ধামে ; উন্মত্ত অস্ত্রর হতে আমাদের(ও) ভয় করিলে দূরীত, —তাই প্রণমি তোমায়। ২৩ রক্ষ, রক্ষ—পূলে দেবি ! আম-কুলে, রক্ষ, অম্বিকে ! কৃপাণে আর ; ঘণ্টার স্বননে, ধমুর নিস্বনে, করহ রক্ষা আমা সবার। ২৪