পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

to/o বঙ্গ সাহিত্যে চঞ্জীর এই পদ্যানুবাদ আদৃত হয়—তবে সে প্রশংসা র্তাহারই। উক্ত মহোদয়ের লিখিত ‘চণ্ডী-মাহাত্ম্য নামক চণ্ডীর অতি মুন্দর ও সংক্ষেপ দার্শনিক আলোচনা, এই গ্রন্থের পরিশিষ্ট-ভাগে সন্নিবেশিত হওয়ায়, এই অনুবাদ বিশেষ গৌরবান্নিত হইয়াছে। অনুবাদ সম্বন্ধে আমার দুই এক কথা বলা প্রয়োজন। মূলের সহিত ঠিক ঐক্য রাখিয়া, মুললিত ছন্দে, সরল মধুর অথচ অবিকল অনুবাদ বড় সহজ নয়। যাহা হউক, মূলের সহিত ঐক্য রাখিতে বিশেষ দৃষ্টি রাখিয়া, অনুবাদ মুখ-পাঠ্য করিবার যতদূর সাধ্য চেষ্টা করিয়াছি; এবং এই নিমিত্ত চণ্ডীর ত্রয়োদশ মাহাত্ম্য, ত্রয়োদশ প্রকার ভিন্ন ভিন্ন ছনে রচনা করিতে বিশেষ আয়াস ভোগ করিয়াছি। মূলের গাম্ভীৰ্য্য ও মাধুৰ্য্য অনুবাদে রক্ষা করা আরও দুষ্কর। তবে যদি মূলের লালিত এই অনুবাদে কিছুমাত্র রক্ষা করিতে পারিয়া থাকি, যদি এ অনুবাদ কিছুমাত্র মুখ-পাঠ্য ও শ্রুতি মধুর হইয়া থাকে, তবে আমার শ্রম সার্থক । যাহা হউক, প্রকৃত অধিকারী না হওয়ায়, ও সংস্কৃত ভাষায় উপযুক্ত অধিকার না থাকায়, এই অনুবাদে যে ক্রটি ছ আশা করি সহৃদয় পাঠকবর্গ তাহ মাজ্জনা করিবেন। কোন্নগর । সন ১৩০২ সাল, ১৪ই বৈশাখ । s sग्नं *ष्ठ८, خانه শ্ৰীমহেন্দ্ৰ নাথ মিত্ৰ ।